মিসরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে শুক্রবার মুখোমুখি দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষের ফলে যাত্রীবাহী দুটি বগি উল্টে যায়। ঘটনার ছবি ও ফুটেজে দেখা গেছে, উল্টে যাওয়া বগিতে আটকা পড়েছেন অনেক যাত্রী। তাদের চারপাশে ধ্বংসাশেষ। আটকে পড়া অনেক যাত্রীকে অচেতন দেখা গেছে। কয়েকজনের দেহ থেকে রক্ত পড়ছিল। পথচারীরা বগি থেকে দেহ বের করে কাছে শুইয়ে রাখছিল।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৩২ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তি সোহাগ শহরের কাছে জরুরি ব্রেক টানলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রেক টানার ফলে থেমে যাওয়া ট্রেনের পেছনে আরেকটি ট্রেন এসে ধাক্কা মেরেছে।
মিসরের পাবলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অজ্ঞাত একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ধীরগতিতে চলমান অবস্থায় ট্রেন দুটির সংঘর্ষ হয়। এতে করে দুটি বগি একেবারে বিধ্বস্ত ও তৃতীয় আরেকটি উল্টে গেছে।
এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।