রিমান্ডে অং সান সু চি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৮:০৩ পিএম

রিমান্ডে অং সান সু চি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দু’দিন পর ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দু’সপ্তাহের জন্য রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। এর আগে সু চির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘন এবং অবৈধ যোগাযোগ ডিভাইস (ওয়াকিটকি) রাখার অভিযোগে মামলা দায়ের করে দেশটির পুলিশ প্রশাসন। ওই মামলায় রিমান্ড চাইলে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ড মঞ্জুর করে আদালত।

বুধবার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র এ তথ্য জানিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আটক থাকবেন।

এনএলডি নেতা আরও জানান, সোমবার অভ্যুত্থানে সেনাবাহিনীর কাছে আটক থাকা প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার আইনে মামলা করা হয়েছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তৃতীয় দিনে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। দেশটির বড় শহরগুলোর স্বাস্থ্যসেবা বিভাগের চিকিৎসক, ফিজিশিয়ানসহ সেবাকর্মীরা শান্তিপূর্ণভাবে সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে অনেকেই তাদের চাকরি ছেড়েছেন। অনেক চিকিৎসক রোগীর কথা বিবেচনায় নিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তারা জান্তা সরকারের নতুন মন্ত্রীসভাকে স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। 

ছবি: রয়টার্স

Link copied!