যুদ্ধে নামল ফিলিস্তিন, ইসরায়েলের দিকে ২০ মিনিটে ৫ হাজার রকেট নিক্ষেপ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২৩, ০৯:২৪ পিএম

যুদ্ধে নামল ফিলিস্তিন, ইসরায়েলের দিকে ২০ মিনিটে ৫ হাজার রকেট নিক্ষেপ

হামাসের অপারেশন আল-আকসা স্টর্ম। ছবি: আরব নিউজ

অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালাল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শনিবার সকালে শুরু হওয়া এসব হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনিদের এমন মুহুর্মুহু হামলার পরিপ্রেক্ষেতে দেশে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আজ শনিবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এএফপির সাংবাদিকেরা বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় অন্তত দুটি বিমান হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সশস্ত্র বাহিনীর প্রধান পরিস্থিতির মূল্যায়ন করে পালটা অভিযানের পরিকল্পনা করছেন। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, হামাসকে এ ঘটনার দায় এবং পরিণতি বহন করতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুধু রকেট হামলাই নয়, সীমান্ত পেরিয়ে ইসরাইলের অভ্যন্তরেও প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলায় এক ইসরাইলি নারী নিহত হয়েছেন।

হামাস বলেছে, ‘আমরা দখলদারদের (ইসরায়েল) সব অপরাধমূলক কর্মকাণ্ড অবসানের সিদ্ধান্ত নিয়েছি। তাদের জবাবদিহি ছাড়াই তাণ্ডব চালিয়ে যাওয়ার সময় শেষ হয়েছে। আমরা অপারেশন আল আকসা ফ্লাড ঘোষণা করেছি। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছি।’

এদিকে, ফিলিস্তিনে হামলা চালাতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সমাবেশের আদেশ দিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, রকেট হামলার পাশাপাশি গাজা উপত্যকা থেকে সন্ত্রাসীরা ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডের কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরাইলে বর্তমানে জরুরি অবস্থা বিরাজ করছে।ইয়ার ল্যাপিড হামাসের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাতে সরকারের সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ল্যাপিড প্রধানমন্ত্রীর সামরিক সচিব আভি গিলের কাছ থেকে হালনাগাদ তথ্য পেয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুতই এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

Link copied!