এপ্রিল ২৩, ২০২৫, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সঙ্গে সম্প্রতি ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত রবিবার রাতে ইস্টার সানডে উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন নোয়েম। সেখানেই তার ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে ছিল প্রায় ৩,০০০ ডলার নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, অ্যাপার্টমেন্টের চাবি, প্রেসক্রিপশন ওষুধ, DHS-এর অফিসিয়াল ব্যাজ, মেকআপ ব্যাগ, ব্ল্যাঙ্ক চেকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র, খবর এপির।
নোয়েমের মুখপাত্র জানান, এই নগদ অর্থ মূলত তার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ইস্টারের উপহার ও পারিবারিক খরচের জন্য রাখা হয়েছিল।
এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি মাস্ক পরা একজন শেতাঙ্গ পুরুষ ব্যাগটি নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছে। ঘটনার তদন্ত করছে সিক্রেট সার্ভিস, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির ব্যাগে এত গুরুত্বপূর্ণ তথ্য ও জিনিসপত্র থাকা কতটা নিরাপদ। বিশেষ করে, DHS-এর ব্যাজ ও পাসপোর্ট চুরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকই।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে নোয়েমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “যিনি দেশের নিরাপত্তার দায়িত্বে, তিনি নিজের ব্যাগই নিরাপদ রাখতে পারলেন না।”
উল্লেখ্য, নোয়েম এর আগেও বিতর্কে জড়িয়েছেন। দক্ষিণ ডাকোটার গভর্নর থাকাকালীন তার ভ্রমণ খরচ নিয়ে প্রশ্ন উঠেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যক্তিগত ও রাজনৈতিক সফরের জন্য রাজ্যের অর্থ ব্যবহার করছেন।