এলাহাবাদ হাইকোর্টের আদেশ

উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা ‘অসাংবিধানিক’

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২২, ২০২৪, ০৯:০২ পিএম

উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা ‘অসাংবিধানিক’

প্রতীকী ছবি

২০০৪ সালে ভারতের উত্তরপ্রদেশে চালু হওয়া মাদ্রাসা শিক্ষা আইন ‘অসাংবিধানিক ও ধর্মনিরপেক্ষতার পরিপন্থী’ বলে আদেশ জারি করেছে এলাহাবাদ হাইকোর্ট। আবেদনকারী অংশুমান সিংহ রাঠৌরের মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

আইনজীবীদের একাংশ মনে করছেন, এলাহাবাদ হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে উত্তরপ্রদেশে অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোর সরকারি অনুদান বন্ধের পথ খুলল।

এর আগে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কার্যকর হয়েছিল ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন’।

এরই মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার মাদ্রাসা শিক্ষাকে ‘মূল শিক্ষাব্যবস্থার’ অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হয়েছে। যোগী প্রশাসনের দাবি, উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের মতো বিষয় শেখাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০০২ সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাদ্রাসা বোর্ডের অনুমোদনহীনভাবে পরিচালিত সব মাদ্রাসা বন্ধ করতে চেয়েছিলেন। তার ভাষ্য ছিল, মাদ্রাসা শিক্ষায় দরিদ্র শিক্ষার্থীদের ক্ষুদ্র একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে। তাদেরকে বিজ্ঞান, গণিত, সাহিত্য পড়িয়ে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার মূল স্রোতে শামিল করা উচিত। কারণ এসব শিক্ষার্থীকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখলে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। পরে এর সমালোচনা উঠলে তিনি তার বক্তব্যের ‘অপব্যাখ্যা’ হচ্ছে বলে এই পদক্ষেপ থেকে পিছিয়ে যান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Link copied!