নারী ওমরাহ পালনকারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করে দিল সৌদি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:২৯ এএম

নারী ওমরাহ পালনকারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করে দিল সৌদি

সংগৃহীত ছবি

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের জন্য নারীদের জন্য পোশাকবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব সরকার।

সম্প্রতি নারীদের ওমরাহ পালনের ক্ষেত্রে পোশাকবিধির বিষয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় মুসলিম নারীদের পছন্দসই পোশাক পরার অধিকার রয়েছে। তবে এ ক্ষেত্রে তাঁদের অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়মনীতি মেনে চলতে হবে।

পোস্টে তিনটি বিধির কথা উল্লেখ বলা হয়, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে। পোশাকে কোনো আলংকারিক উপাদান থাকা যাবে না। এমন পোশাক পরতে হবে, যা পুরো শরীর ঢেকে রাখে।

প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনের ক্ষেত্রে মুসলিম নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদির কর্তৃপক্ষ।

এছাড়াও সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে সে দেশে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে।

Link copied!