ভোটের ফল আসা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-কমলা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২৪, ০১:২০ পিএম

ভোটের ফল আসা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-কমলা

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন দুই প্রার্থী।  

এরি মধ্যে নিউ হ্যাম্পশায়ারের ছোট একটি শহরের ভোটের ফল প্রকাশ্যে চলে এসেছে। সেই ফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন সমান ভোট। সেখানে ভোটের মধ্যে দুইজনেই পেয়েছেন সমান সমান, অর্থাৎ ট্রাম্প ৩, কমলাও ৩।

এবার ভোটের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মার্কিন ব্যবস্থায়, নাগরিকদের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। মোট ভোট ভাগ হয়ে যায় ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে। এই ভোটগুলোর ভিত্তিতে নির্ধারিত হয়, কে হবেন প্রেসিডেন্ট। 

যে প্রার্থী জনগণের ভোট জিতে নেন, প্রতিটি রাজ্য তাঁর ইলেক্টোরাল কলেজের ভোটগুলো ওই প্রার্থীকে দেয়। বড় রাজ্যগুলোর ভাগে ইলেক্টোরাল কলেজের ভোট বেশি থাকে। 

৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে বিজয়ী প্রার্থীকে পেতে হয় অন্তত ২৭০টি ভোট। এই ভোট পেলেই প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়। 

ইতোমধ্যেই নিউ হ্যাম্পশায়ারের ছোট একটি শহরের ভোটের ফলাফল প্রকাশ্যে এসে গিয়েছে। ছোট ওই শহরে ভোটারের সংখ্যা মাত্র ছয়। ব্যালট খুলে দেখা যাচ্ছে, ছয়টি ভোটের মধ্যে, তিনটি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর বাকি তিনটি পেয়েছেন কমলা হ্যারিস। অর্থাৎ, আপাতত প্রাথমিক ফলাফল টাই।

নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিক্সভিল নচ। ১৯৬০ সাল থেকে সেখানে সশরীরে ভোটদানের পর্ব সবার আগে সম্পন্ন করা হয়। এ বারেও তার ব্যতিক্রম ঘটেনি। মাত্র ছয়জন ভোটার বলেই এই সিদ্ধান্ত। স্থানীয় সময় সোমবার মধ্যরাতেই ভোটাধিকার প্রয়োগ করেন ওই ছয় ভোটার। ১৫ মিনিটের মধ্যে গণনাপর্বও শেষ হয়। দেখা যায় তিনটি করে ভোট পেয়েছেন কমলা ও ট্রাম্প। এখান থেকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।

সময়ের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একেক এলাকায় ভোটকেন্দ্রগুলো খোলা হয় একেক সময়ে। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও বাংলাদেশ সময় সন্ধ্যায় ভোট শুরু হয়ে গেছে। বুধবার ভোর পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

তবে ভোট পরবর্তী সমীক্ষা প্রকাশ্যে আসা শুরু হতে পারে সব শেষ হওয়ার আগে থেকেই। ভোটগ্রহণ শেষ হলেই শুরু হবে গণনা। গণনায় প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেলেও, পূর্ণাঙ্গ ফলাফল আসতে কয়েক দিনও লেগে যেতে পারে। এবারের নির্বাচনের ফল কখন পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত না। সমান সমান ভোট পাওয়ার কথা বিবেচনায় নিয়ে, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভোটের ফলাফল প্রকাশে দেরি হতে পারে। এ ছাড়া ভোট গণনা নিয়ে আইনি চ্যালেঞ্জের মতো জটিলতাও তৈরি হতে পারে।

আরও পড়ুন: গুমের অভিযোগ বেশি র‌্যাবের বিরুদ্ধে: তদন্ত কমিশন 

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ কোটি ১০ লাখ ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। এদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। 
এবার পেনসিলভেনিয়ায় রাজ্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে। মনে করা হচ্ছে, জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে এই প্রদেশের ইলেক্টোরাল কলেজের ফল নির্ণায়ক হতে পারে। 

এদিকে মিশিগানে প্রচার শেষে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি কমলা হ্যারিস নয়, অশুভ ডেমোক্র্যাট ব্যবস্থার বিরুদ্ধে লড়ছেন।

Link copied!