অবশেষে দেশ ছেড়ে পালালেন গোতাবায়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৭:৫৪ এএম

অবশেষে দেশ ছেড়ে পালালেন গোতাবায়া

দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মঙ্গলবার দিবাগত রাতে সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা।

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গোটাবায়া রাজাপক্ষে দেশ ত্যাগের মধ্যদিয়ে শ্রীলঙ্কায় একটি পারিবারিক রাজবংশের অবসান ঘটলো। কয়েক দশক ধরে শ্রীলঙ্কা শাসন করেছে রাজাপাকসে পরিবার।

প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।

এর আগে, মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বাধার মুখে দেশ ত্যাগ করতে পারেননি গোতাবায়া রাজাপক্ষে। বিমানে ব্যর্থ হয়ে তিনি নৌবাহিনীর জাহাজে শ্রীলঙ্কা ছাড়ার চেষ্টা করেছেন। সেখানেও ব্যর্থ হয়ে অবশেষে সামরিক বিমানে পালালেন গোতাবায়া।

সংবিধান অনুযায়ী, শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সুরক্ষাবলয়ে গোতাবায়া রাজাপক্ষে সব ধরনের আইনী প্রক্রিয়া থেকে সুরক্ষিত। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতা হস্তান্তরের আগেই নিরাপদে তিনি বিদেশে চলে গেছেন।

Link copied!