আট মাস পর ইথুপিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৮:২৫ পিএম

আট মাস পর ইথুপিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ

এক বছরেরও বেশি সময় ধরে ইথিওপিয়া গৃহযুদ্ধে জর্জরিত। কিন্তু নৃশংস সংঘর্ষের বেশিরভাগই আন্তর্জাতিক মিডিয়ার চোখ থেকে দূরে চলে গেছে। প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার যাকে "পক্ষপাতমূলক কভারেজ" হিসাবে দেখেন তা নিষিদ্ধ করে।

টাইগ্রে অঞ্চলের ফেডারেল সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের ফলে কয়েক হাজার মানুষ অনাহার এবং অগণিত মৃত্যুর মুখোমুখি হয়েছে। আট মাসের মধ্যে প্রথমবারের মতো বিবিসির একটি দলকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

Link copied!