আফগানিস্তানে ফের জুমার নামাজে হামলা, নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২১, ১১:৩৩ পিএম

আফগানিস্তানে ফের জুমার নামাজে হামলা, নিহত ৩

আফগানিস্তানে জুমার নামাজের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গড় এলাকায় একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে ওই হামলায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন মারা গেছেন।

তালেবান এক কর্মকর্তা জানিয়েছেন, জুমার নামাজের সময় স্পিন গড় এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে। 

এর আগে, অক্টোবরে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছিল।

 

Link copied!