আফগানিস্তানের কাবুলে শিখদের প্রার্থনা কক্ষে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৪:০৫ এএম

আফগানিস্তানের কাবুলে শিখদের প্রার্থনা কক্ষে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের একটি প্রার্থনা কক্ষে বোমা হামলায় একজন শিখ এবং একজন তালেবান সদস্য নিহত হয়েছে। হামলাকারীদের পরিচয় জানা যায়নি। শনিবার সকালে ওই প্রার্থনা কক্ষের ভেতরে ৩০ জনের মতো শিখ অবস্থান করছিলো। কাবুলে এটিই শিখদের শেষ প্রার্থনা কক্ষ।

শিখ সম্প্রদায়ের নেতারা সম্প্রতি জানিয়েছে, আফগানিস্তানে শিখদের বর্তমান সংখ্যা ১৪০ জন। গত বছর তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করে তখন শিখদের সংখ্যা ছিলো ৩শর মতো। ১৯৭০ সালে এ সংখ্যা ছিলো ১ লাখের মতো।

তালেবানের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভিন্ন কোন লক্ষ্যের দিকে বিস্ফোরক নিয়ে একটি গাড়ি ছুটে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে মাঝপথেই গাড়িটি বিস্ফোরিত হয়ে। 

Link copied!