দুই বছর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া যুক্তরাজ্যকে পুনরায় ইইউ জোটে যুক্ত হওয়ার দাবিতে লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে এ বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
অর্থনৈতিক কষাঘাতে জর্জরিত যুক্তরাজ্যের বর্তমান অবস্থার জন্য ব্রেক্সিটকেই দায়ী করছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, এর প্রয়োজন ছিল না।
একজন বিক্ষোভকারী বলেন, আমি মনে করি যুক্তরাজ্যের স্থিতিশীল অবস্থায় ব্রেক্সিটের সিদ্ধান্ত নেয়া সবচেয়ে বড় ভুল ছিল। এটি আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার প্রভাব আমাদের সবার ওপরেই পড়েছে।
ইইউ জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে ২০১৬ সালে শুরু হয়েছিল ‘ব্রেক্সিট আন্দোলন’। তারপর ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে গণভোট ও নানা পথ ঘুরে ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের হাত ধরে ব্রেক্সিট আন্দোলন পূর্ণতা পায় এবং ব্রিটেন ইইউ থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যেতে সক্ষম হয়।
ব্রেক্সিট বাস্তবায়নের পর তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেও মূলত বিভক্তির কোন্দলে জর্জরিত হতে হয়েছে দেশটিকে।
এর দুই বছর যেতে না যেতেই আবারও ব্রিটেনে শুরু হলো ইইউতে যুক্ত হওয়ার আন্দোলন।