ইউক্রেন ইস্যুতে বাইডেন-ম্যাক্রোঁ ফোনালাপ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৮:৫২ পিএম

ইউক্রেন ইস্যুতে বাইডেন-ম্যাক্রোঁ ফোনালাপ

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ফোনে কথা হয় তাদের। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় চলমান কূটনৈতিক ও প্রতিরোধমূলক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে দুই নেতাই ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিষয়টি নিয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বাইডেন ও ম্যাক্রোঁ। একইসঙ্গে ইউক্রেনসহ মিত্র ও অংশীদারদের সঙ্গেও পরামর্শ অব্যাহত রাখবে দুই দেশ।

এদিকে পূর্ব ইউরোপে সংঘাত এড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মস্কো সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ম্যাক্রোঁর আশা, পুতিনের সঙ্গে সংলাপের মাধ্যমে আসন্ন সামরিক সংঘাত রোধে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, সীমান্তে সংঘাত বন্ধের শর্তাবলি নিয়ে আলোচনা করবো। তবে আমাদের খুব বাস্তববাদী হতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থামানো অপরিহার্য হয়ে উঠেছে।

Link copied!