ইরাকে হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে আগুন লাগার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।
সিএনএন জানায়, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বেশ কয়েকটি ইউনিট চেষ্টা চালিয়ে গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনেন। অবশ্য আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি দেশটির ফায়ার সার্ভিস বিভাগ। তবে হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে এই আগুন হাসপাতালের করোনা ইউনিটে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে বেশ কয়েকজনের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার করাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালহি এ ঘটনার জন্য 'দুর্নীতি ও অব্যবস্থাপনা'-কে দায়ী করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন। তিনি টুইটারে লেখেন, 'আল-হুসেইস হাসপাতাল এবং এর আগে বাগদাদে ইবনে আল-খাতিব হাসপাতালে আগুন লাগার ঘটনা ধারাবাহিক দুর্নীতি ও অব্যবস্থাপনার ফসল।' এ বিষয়ে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে এপ্রিলে বাগদাদের আল-খাতিব হাসপাতালের কোভিড ইউনিটেও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পর ৮২ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।