ইরানে মাজারে হামলায় নিহত ১৫, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৭, ২০২২, ০৫:৪০ পিএম

ইরানে মাজারে হামলায় নিহত ১৫, আইএসের দায় স্বীকার

ইরানের শিয়া ধর্মাবলম্বীদের এক তীর্থযাত্রায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার ইরানের সিরাজ প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করে টেলিগ্রামে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা আরও জানিয়েছে, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার পথে দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় আরেকজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

মাজারে হামলায় নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। মাজারটি শিয়া সম্প্রদায়ের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলাকারীরা ছিল ‘তাকফিরি’ (সুন্নি চরমপন্থীদের তাকফিরি নামে উল্লেখ করা হয়।) ’ গোষ্ঠী দেশে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে।

Link copied!