যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সৃষ্ট দু’টি ভিন্ন দাবানল দ্রুত বাড়ছে। এতে শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টি শেরিফ সংবাদমাধ্যমে এ তথ্য জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার কারণে মৃত্যু ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলোরাডো অঙ্গরাজ্যের ফ্রন্ট রেঞ্জে দু’টি দাবানল ছড়িয়ে পড়েছে। বোল্ডার কাউন্টির শেরিফ জো পেলে জানান, এ পর্যন্ত কমপক্ষে ৫৮০টি বাড়ি বা ভবন পুড়ে গেছে। এর মধ্যে একটি শপিং সেন্টার ও হোটেল রয়েছে।
বোল্ডারের পার্শ্ববর্তী লুজভিল ও সুপারিয়রে ঘণ্টায় ৮০ থেকে ১০০ মাইল বেগে বাতাস ও সর্বোচ্চ ১১৫ মাইল বেগে দমকা হাওয়া দাবানলগুলোকে ভয়ংকর করে তুলেছে।