কাবুলে ড্রোন হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২১, ০৪:১৭ পিএম

কাবুলে ড্রোন হামলায় নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়া একই পরিবারের ১০ জনের আত্মীয়দের অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় তারা নিহত হন।

শুক্রবার (১৫ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি কলিন কাল নিহত জামেরি আহমাদির নিয়োগদাতা প্রতিষ্ঠান নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা স্টিভেন কৌনের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা নিহতদের পরিবারকে নিঃশর্ত ক্ষতিপূরণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। তারা আরো জানিয়েছে, নিহতদের পরিবারের কেউ যদি আমেরিকায় বসবাস করতে চায় তাহলে তাদের সেই সুবিধাও দেওয়া হবে।

এর আগে, গত ২৯ আগস্টে ইসলামিক স্টেট- খোরাসান প্রদেশের এক আত্মঘাতি বোমাহামলাকারীকে টার্গেট করে চালানো হামলায় ভুলক্রমে ওই ১০ জন নিহত হন।

Link copied!