গুয়ান্তানামোর কারাবন্দী হলেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২১, ০৮:২৯ পিএম

গুয়ান্তানামোর কারাবন্দী হলেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

মন্ত্রীসভা গঠনে আবারো চমক তালেবানের। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এবার তারা নিয়োগ দিয়েছে গুয়ান্তানামোর কারাবন্দী আব্দুল কাইয়ুম জাকিরকে।

আব্দুল কাইয়ুম জাকির ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের পতনের পর মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন। গ্রেপ্তারের পর তাকে নিয়ে যাওয়া হয় কিউবায় অবস্থিত গুয়ান্তামো কারাগারে। পরে ২০০৬ সালে তিনি আর কখনো যুদ্ধের মাঠে ফিরবেন না এমন মুচলেকার বিনিময়ে মুক্তি পান। 

ধারণা করা হয়, ১৯৭৩ সালে জন্ম নেয়া আব্দুল কাইয়ুম জাকিরের সাথে ইরানের এলিট ফোর্স আল কুদ্সের প্রধান ইসমাঈল গণির উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জন্ম এই তালেবান নেতা আফগানিস্তানে প্রাথমিক শিক্ষা শেষ করে পাকিস্তানে পাড়ি জমান। পরে সেখান থেকেই তিনি সোভিয়েত বিরোধী লড়াইয়ে যোগ দেয়।  

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান ডেপুটি লিডার আব্দুল গণি বারাদারকে দেশটির সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে তালেবান তাদের সরকারের জন্য অর্থ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, গোয়েন্দা প্রধান, কাবুল শহরের মেয়র ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন করেছ।

 

Link copied!