ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখল নয়াদিল্লি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০১:৩৪ পিএম

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখল নয়াদিল্লি

ওমিক্রনের প্রভাব ও করোনাভাইরাসের সংক্রমণ কোনোভাবেই থামছে না ভারতে। বরং প্রতিদিনই পাল্লা দিয়ে দেশটিতে বাড়ছে করোনায় আক্রান্ত হিসেবে  শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। আর করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা রাজধানী নয়াদিল্লিতে বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দীর্ঘ ৮ মাস পর ভারতে দিনে ২৪ ঘন্টায় ২ লাখ ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। জ্যামিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনায় বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। গত ছয় মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি  দেখল রাজধানীবাসী।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায়  সর্বোচ্চ ৪৭ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। অঅগের দিনের তুলনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা  বেড়েছে ২২ শতাংশের ওপর। গত বছর এপ্রিলের পর নয়াদিল্লিতে আরও সাড়ে ২৭ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। একদিনেই সংক্রমণের হার বেড়েছে ২৯ শতাংশ পর্যন্ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১৫ জন। এর মধ্যে ভারতের একজন রয়েছেন।

Link copied!