জাপানে বহুতল ভবনে আগুন, নিহত ২৭

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০৫:১২ পিএম

জাপানে বহুতল ভবনে আগুন, নিহত ২৭

জাপানের ওসাকায় একটি বহুতল ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ১৮ মিনিটে ওই ভবনের চতুর্থ তলাতে আগুন লাগে।

জাপানের বন্দরনগরী ও বাণিজ্যিকেন্দ্র ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে এই আগুনের ঘটনা ঘটেছ। আগুনে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

ওসাকার একটি আট তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। কি কারণে আগুন লেগেছিল তা অনুসন্ধান করছে পুলিশ। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো। 

ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। এক ধরনের উৎকট গন্ধও ছড়িয়ে পড়িয়েছিল। 

সূত্র: রয়টার্স

Link copied!