তাঁকে দেখিনি, চিনিও না, হুমকির প্রশ্নই আসে না: আদালতে মেহজাবীন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৩:১৬ পিএম

তাঁকে দেখিনি, চিনিও না, হুমকির প্রশ্নই আসে না: আদালতে মেহজাবীন

ছবি: সংগৃহীত

ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী মুচলেকা দিয়ে অব্যাহতি পেয়েছেন।

আজ সোমবার সকালে শুনানি নিয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার মেহজাবীন ও আলিসানকে অব্যাহতির এ আদেশ দেন।

আদালতে উপস্থিত হয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানান, মামলার বাদীকে আমি কখনো দেখিনি, চিনি না। তাকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, বাদীর ঠিকানা ভুয়া, মোবাইল নম্বরও ১২ ডিজিটের। আমি একজন অভিনেত্রী। এই বাদীকে চিনি না, তার সঙ্গে কোনো পরিচয় নেই। অতএব হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার সুনাম ক্ষুণ্ন করার কোনো পরিকল্পনা থাকতে পারে। এ জন্য এই মামলা করা হয়েছে।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিচারকের সামনে নীল রঙের জবাব দাখিলের কাগজ প্রদান করেন।

বাদী আমিরুলের পক্ষে আইনজীবী রায়হান গাজী বলেন, ‘আসামিরা ধার্য তারিখে উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে পরোয়ানা হয়েছিল। আমরা জবাব পাইনি। এই আসামি মামলার বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন এবং পরবর্তীতে টাকা ফেরত চাওয়ায় তাকে হুমকি দিয়েছেন।’

বিচারক বাদীকে জিজ্ঞাসা করেন, ‘আপনাকে কে হুমকি দিয়েছে?’ বাদী বলেন, ‘ওনারা হাতিরঝিল এলাকায় আমাকে হুমকি দিয়েছে।’
বিচারক জিজ্ঞেস করেন, ‘মেহজাবীন হুমকি দিয়েছে?’
বাদী বলেন, ‘না, তার ভাই হুমকি দিয়েছে। বিভিন্ন অপরিচিত লোক দিয়ে তিনি হুমকি দিয়েছেন।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আদালতে বলেন, ‘আমরা তাকে কখনোই দেখিনি। তাকে চিনি না। তার সঙ্গে কোনো দিন কথাও হয়নি। বাদী কোনোভাবেই প্রমাণ দিতে পারেননি। বিকাশ-নগদের মাধ্যমে যে ২৭ লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে, এ বিষয়ে কোনো প্রমাণও নেই।’

বিচারক বলেন, এই মামলায় বিষয় ২৭ লাখ টাকা নয়। এটি হুমকি দেওয়ার মামলা। বিচার্য বিষয় হচ্ছে আপনারা তাকে হুমকি দিয়েছেন কি না?

মেহজাবীন চৌধুরী ও তার ভাই মাথা নেড়ে বলেন, না।
বিচারক জিজ্ঞেস করেন, আর ভবিষ্যতে হুমকি দেবেন কি না?
মেহজাবীন চৌধুরী বলেন, হুমকি দেওয়ার কোনো প্রশ্নেই আসে না।

পরে আদালত তাদের এই মামলায় অব্যাহতি দেন।

Link copied!