বরফ গলাতে চীনে গেলেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৩, ০৫:১০ পিএম

বরফ গলাতে চীনে গেলেন ব্লিঙ্কেন

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গলাতে দুই দিনের সফরে বেইজিং গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এটি প্রায় পাঁচ বছরের মধ্যে কোনো মার্কিন কূটনৈতিক কর্মকর্তার প্রথম চীন সফর। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা দেখা গেছে।

প্রতিদ্বন্দ্বী দেশ দুটি এখন এই উত্তেজনা কমাতে চাইছে। তবে ব্লিঙ্কেনের সফরে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে বড় ধরনের অগ্রগতির আশা কোনো পক্ষই করছে না।

এ সফর সম্পর্কে অ্যান্টোনি  ব্লিঙ্কেন বলেন, এই সফরে ভুল বোঝাবুঝি সমাধানের লক্ষ্যে উন্মুক্ত যোগাযোগ চ্যানেল স্থাপন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রসর করা এবং আমাদের উদ্বেগের বিষয়গুলো অকপটে তুলে ধরা হবে। এছাড়া চ্যালেঞ্জ মোকাবেলা এবং অন্তজার্তিক অর্থনৈতিক স্থিতিশীলতা ইস্যুতে পারস্পারিক সহায়তার নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে, খুব শিগগিরই চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়েছেন জো বাইডেন।

চলতি বছর ফেব্রুয়ারিতে চীন সফরে যাওয়ার কথা ছিল ব্লিঙ্কেনের। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও ভূপাতিতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে স্থগিত করা হয় ওই সফর।

Link copied!