ভারতসহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৪, ২০২২, ০৬:৪০ পিএম

ভারতসহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান

বিশ্বের সব দেশের পাশাপাশি বিশেষ করে ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে ইসলামিক আমিরাত আফগানিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটিরভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ।

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন নিউজ ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর টোলো নিউজের।

আফগানিস্তান দখল করে নেওয়ার পর তালেবান দেশটির নাম পরিবর্তন করে রাখে ইসলামিক আমিরাত আফগানিস্তান। প্রথমবারের মতো মোল্লা ইয়াকুব টেলিভিশনের সংবাদ অনুষ্ঠানে অংশ নিয়ে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি কথা বলেন নারী শিক্ষা ও বিশ্বের সঙ্গে কাবুলের সম্পর্ক নিয়েও।

মোল্লা ইয়াকুব বলেন, “আমরা, ইনশাআল্লাহ, বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সুপরিচিত একটি দেশ। আফগানরা ভারতের সাথে বন্ধুত্ব করে এবং তাদের বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ, বিশ্বাস ও সততার ভিত্তিতে।”

আফগানিস্তানের মাটি অন্য দেশের ব্যবহারের জন্য নয় উল্লেখ করে তালেবানের এই নেতা আরও বলেন, “যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের বিরুদ্ধে আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।”

আফগানিস্তানে ‘নারীদের শিক্ষা বন্ধ করার’ কোনো আদেশ দেওয়া হয়নি উল্লেখ করে মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ আরও বলেন, “আমি বলতে চাই, শিক্ষা বন্ধ করা নিয়ে ইসলামিক আমিরাতের ঘোষণা সংক্রান্ত বিষয়ে বিশ্ব উদ্বিগ্ন। কিন্তু শিক্ষা বন্ধ করা নিয়ে আমাদের দেশে কোনো আদেশ নেই।”

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যেই  গত বছরের ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান।

Link copied!