ভারতের করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ১১:০৩ এএম

ভারতের করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচজন রোগী  মারা গেছেন, আরো কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতলে আছেন।

হাসপাতালসূত্রে জানা যায়, শনিবার (১৭ এপ্রিল)সন্ধ্যায় হঠাৎ করেই আগুন লাগে ওই হাসপাতালটিতে। সে সময় সেখানে মোট ৫০ জন করোনারোগী চিকিৎসাধীন ছিলেন।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সেখানে উপস্থিত হলে হাসপাতালের কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে রোগীদের উদ্ধার তৎপরতা শুরু করে।

নাম প্রকাশ না করার শর্তে এক ফায়ার সার্ভিসকর্মী জানান, তারা উদ্ধার তৎপরতা শুরুর আগেই মৃত্যু হয়েছে চারজনের। উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়াও আরো কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

তবে, ঠিক কী কারনে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি; তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্তও শুরু হয়েছে।

এক মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটল। গত মার্চে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। সেই আগুনে পুড়ে মারা গিয়েছিলেন ১০ জন করোনা রোগী।

 

Link copied!