ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। প্রবীণ এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ আগস্ট থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন মুলায়ম সিং যাদব। সোমবার ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সমাজবাদী পার্টির সমর্থক ও নেতারা তাঁকে ‘নেতাজি’ বলে সম্বোধন করতেন।