ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৪:২৪ এএম

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় পাকিস্তান

ভারতের সঙ্গে ‍সুসম্পর্ক চায় পাকিস্তান। সোমবার (২৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়ে কাশ্মির প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এটি মানবাধিকার এবং কাশ্মীরের জনগণের অধিকারের ব্যাপার, ৭২ বছর আগে যার নিশ্চয়তা দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাদের সেই অধিকার দেওয়া হলে আমাদের কোনো সমস্যা নেই। তখন দুই দেশ সভ্য প্রতিবেশী হিসেবে থাকতে পারবে’।

ইমরান খান বলেন, ‘আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। যদি কোনোভাবে ভারতের সঙ্গেও আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটত তবে সেটা সুখকর হতো। তবে গতদিন পাকিস্তানের কাছে ভারত যেভাবে হেরেছে তারপর এখনই ভারতের সঙ্গে আলোচনার উপযক্ত সময় নয় হেসে যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ভারত পাকিস্তানের ভেতর দিয়ে এশিয়ার কেন্দ্রস্থলে প্রবেশাধিকার পেতে পারে, এর ফলে নয়াদিল্লির অর্জন হবে দুটি বিশাল বাজারে প্রবেশাধিকার।’

উল্লেখ্য, ২০১৬ সালে পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলাসহ পরবর্তী হামলার ঘটনাগুলো ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আরও তলানির দিকে নিয়ে যায়।  

Link copied!