ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে, সালমান রুশদি কথা বলতে পারছেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২২, ০১:০৬ পিএম

ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে, সালমান রুশদি কথা বলতে পারছেন

হামলার শিকার হওয়ার একদিন পর বুকারজয়ী লেখক সালমান রুশদির ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে এবং তিনি এখন কথা বলতে পারছেন। লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি মার্কিন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। তবে এর আগে তিনি বলেছিলেন, সালমান তাঁর একটি চোখ হারাতে পারেন।

১৯৮৮ সালে প্রকাশিত দ্য স্যাটানিক ভার্সেসের জন্য বহু বছর ধরেই তিনি কট্টর ইসলামপন্থিদের হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি। শুক্রবার নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালেই তাঁর ওপর হামলা হয়। হামলার পর পুলিশ লেবানিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাদি মাতার নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করে।

যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। নিউইয়র্ক রাজ্যের চৌতাউকা কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, হাদি মাতার নামে ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সূত্র: দ্য গার্ডিয়ান

Link copied!