যুক্তরাষ্ট্রে মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৩, ২০২১, ০৪:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলোরাডোর কিংস সুপার্স গ্রোসারি স্টোর নামে একটি মার্কেটে হঠাৎই গোলাগুলির আওয়াজ শোনা যায়। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ।

কী উদ্দেশ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে। বন্দুক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কলোরাডোর অ্যাটর্নি জেনারেল। গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবেও প্রচার হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই মানুষ চিৎকার শুরু করেছে। প্রথমে বুঝতে পারিনি কী ঘটেছে। গুলির শব্দ শুনেই জরুরি দরজা দিয়ে আমি বের হয়ে আসি। হামলাকারীকে আমি দেখতে পারিনি। মানুষ যে যার মতো প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। আমি সুপারস্টোরের পেছনে কোনো মতে আশ্রয় নেয়। সত্যিই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

এক প্রত্যক্ষদর্শী গোলাগুলির ঘটনা ভিডিও করেছেন। সেখানে দেখা গেছে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে মরদেহ পড়ে আছে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এক টুইট বার্তায় কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শোক এবং বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।

কলোরাডো বল্ডার পুলিশের কমান্ডার কেরি ইয়ামাগুচি বলেন, হৃদয়বিদারক ঘটনা ঘটল এখানে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে কয়েকজন মানুষকে হারিয়েছি আমরা। কেন হামলা চালানো হয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই আমাদের সাথে কাজ করছে।

Link copied!