যুক্তরাষ্ট্রের কাছেই ফিরিয়ে দেওয়া হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জকে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০৮:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের কাছেই ফিরিয়ে দেওয়া হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জকে

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ না চাইলেও যুক্তরাষ্ট্রের কাছেই তাকে ফিরিয়ে দিচ্ছে ব্রিটেন।  বুধবার শুনানী শেষে লন্ডনের একটি আদালত অ্যাসাঞ্জকে হস্তান্তরের এই আদেশ দিয়েছেন। আদেশটি অনুমোদনের জন্য বর্তমানে ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ।

যুক্তরাষ্ট্রের আদালতে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন নথী ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী আলোচনা আসেন অ্যাসাঞ্জ। গুরুত্বপূর্ণ তার বার্তা ও কূটনৈতিক খবর প্রকাশ করায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৭৫ বছরের জেল হতে পারে।

২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডেরিয়ান এ্যাম্বেসিতে আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। ২০১৯ সালে লন্ডন পুলিশ তাকে গ্রেফতার করে। সেই থেকে লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দি অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি বারবার আলোচনা এসেছে। ২০২১ সালে একটি ম্যাজিস্ট্রেট আদালত জানায়, মানষিক স্বাস্থ্যের কারণে অ্যাসাঞ্জকে হস্তান্তর সম্ভব নয়। তবে উচ্চ আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা দিয়ে বলেন, চিকিৎসার নিশ্চয়তা দিলে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর সম্ভব।       

হস্তান্তর বিষয়ে আদালতের শুনানীতে জেল থেকেই ভার্চুয়ালী অংশ নেন অ্যাসাঞ্জ। গত মাসে কারাগারেই দীর্ঘদিনের গার্লফেন্ড স্টেলা মরিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে আলোচনায় আসেন অ্যাসাঞ্জ। অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে কার্যক্রম শুরু করে উইকিলিকস। গোপন তার বার্তা ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক নথি নিয়ে মূলত উইকিলিকস কাজ করে।    

Link copied!