সরকার গঠনের আগেই দুই মন্ত্রীর নাম ঘোষণা তালেবানের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৬:০৪ পিএম

সরকার গঠনের আগেই দুই মন্ত্রীর নাম ঘোষণা তালেবানের

সরকার গঠনের আগেই নতুন দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তাদের মনোনিত করা হয়েছে। ঘোষণা করেছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধানের নাম।

তালেবান সম্ভাব্য সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে গুল আগাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। কেবল অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রী নয় তালেবান তাদের গোয়ন্দা প্রধানও বাছাই করেছে। নাজিবুল্লাহ নিয়োগ দেয়া হয়েছে গোয়েন্দা প্রধান হিসেবে। এছাড়াও মোল্লা শিরিনকে করা হয়েছে কাবুলের গভর্নর এবং রাজধানীর মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে হাজি মুহাম্মাদ ইদ্রিসের নাম।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা শুরু করেছে তালেবান ।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা তালেবান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আক্রমণে ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল নারীশিক্ষার ওপর। এছাড়াও নারীর স্বাধীন চলাফেরা ও কাজ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল তালেবান।

তবে এবার তালেবান কাবুল দখলের পর থেকেই বলে আসছে একটি অংশগ্রহণমূলক সরকারের কথা। এমনকি তারা নারীদের স্বীকৃত অধিকার প্রদান করবে বলেও জানিয়েছে।

সূত্র: রয়টার্স

 

Link copied!