১ বছর মাতৃত্বকালীন ছুটি পাবেন যে সরকারি কর্মচারী মায়েরা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৩, ০২:১৪ পিএম

১ বছর মাতৃত্বকালীন ছুটি পাবেন যে সরকারি কর্মচারী মায়েরা

সংগ্রহীত ছবি

ভারতের রাজ্য সিকিমের সরকারি কর্মচারী মায়েরা এখন থেকে ১ বছর করে পাবেন মাতৃত্বকালীন ছুটি। সন্তানের ও পরিবারের সঠিক পরিচর্যা নিশ্চিত করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সদ্য বাবা হওয়া কর্মীরা পাবেন ১ মাসের পিতৃত্বকালীন ছুটি।

বুধবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং।

সিকিমের প্রশাসনিক কৃত্যকদের সংগঠন ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তামাং। সেখানেই তিনি তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এই সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছে সিকিম রাজ্য প্রশাসন।

বুধবারের অনুষ্ঠানে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড। রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম।’ 

সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস দেন তিনি।

১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা সংক্রান্ত আইনে, মহিলা কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত ছোট রাজ্য সিকিমের জনসংখ্যা মাত্র ৬ লক্ষ ৩২ হাজার। রাজ্যগুলোর মধ্যে সিকিমেই সবচেয়ে কম জনসংখ্যা। 

Link copied!