৩ বছর পর মুক্ত পৃথিবীতে প্রতিবাদী সৌদি রাজকুমারী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ১২:২৪ এএম

৩ বছর পর মুক্ত পৃথিবীতে প্রতিবাদী সৌদি রাজকুমারী

কোনো অভিযোগ ছাড়াই সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ এবং তার মেয়েকে প্রায় তিন বছর আটক করে রাখা হয়েছিল। সম্প্রতি ৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমা মুক্তি পেয়েছেন।

রাজ পরিবারের এই সদস্য ছিলেন সৌদিতে সাংবিধানিক রাজতন্ত্র ও নারী অধিকারের প্রবক্তা এবং একজন উচ্চকণ্ঠ। তিনি ২০১৯ সালের মার্চে কারাবন্দি হন। ২০২০ সালের এপ্রিলে তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কারামুক্তির আবেদন জানান।

এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো দেয়নি

বাসমার পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সুইজারল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়ার অল্প কদিন আগে তাকে আটক করা হয়। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন, তা কখনো জানানো হয়নি।

রাজকুমারী বাসমাকে সৌদি আরবেরআল-হাইর কারাগারে রাখা হয়। যেখানে আরো অনেক রাজবন্দিকে রাখা হয়েছে।

'তিনি একজন স্পষ্ট সমালোচক, তাই তাকে আটক রাখা হয়েছিল' বলে ২০২০ সালে জাতিসংঘের কাছে লিখিতভাবে জানায় তার পরিবার। এএফপি এমন একটি চিঠি দেখেছিল। তাকে মোহাম্মদ বিন নায়েফের সহযোগী হিসেবেও গণ্য করা হয়েছিল বলে জানানো হয় ওই চিঠিতে।

Link copied!