১৭ বছর ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী সেজে ছিলেন প্রতারক

জাতীয় ডেস্ক

জুন ৫, ২০২৪, ০৩:৩১ পিএম

১৭ বছর ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী সেজে ছিলেন প্রতারক

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর ধরে নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া মো. সোলিমউদ্দিন নামের একজন প্রতারককে আটক করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

বুধবার (৫ জুন) সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটকের পর প্রতারককে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ফেসবুকে পেজে লাইভে আসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

হুমায়ুন কবির পল্লব জানান, “সেলিমউদ্দিন নামের ওই ‌প্রতারক ৩০ নম্বর আদালতের ভেতরে ঢুকে একজন আইনজীবীকে পেছন থেকে নির্দেশনা দিচ্ছিলেন। এসময় সেখানে উপস্থিত আইনজীবীদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার কাগজপত্র যাচাই এবং খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি একজন প্রতারক।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক বলেন, ‌“তিনি ২০০৭ সালে ল পাস করেছেন বলে দাবি করেছেন। এরপর বার কাউন্সিলে পরীক্ষার আবেদন করলেও আজ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অথচ তিনি সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবীদের মতো পোশাক পরে অন্য আইনজীবীদের নির্দেশনা দিচ্ছেন। সেলিমউদ্দিন সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র আইনজীবীর রুম নম্বর ব্যবহার করে নিজের নামে সিল তৈরি করেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আদালতের ভেতরে সিনিয়র আইনজীবীদের নির্দেশনা দেন।”

ব্যারিস্টার হুমায়ুন কবির আরও জানান, “সেলিমউদ্দিন যা করেছেন তা বার কাউন্সিল আইন ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বিধিমালার পরিপন্থী এবং ফৌজদারি আইন অনুযায়ী চরম অপরাধ। সেলিমউদ্দিনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। যদি কারও সনদ না থাকে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না, আইনের হাতে সোপর্দ করা হবে।” 

Link copied!