রাজধানীতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৯ জুন) কনস্টেবল কাউসারকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার (৯ জুন) গুলশান থানায় একটি মামলা করেন নিহত কনস্টেবলের বড় ভাই কনস্টেবল মাহাবুবুল হক।
উল্লেখ্য, শনিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যা করেন কনস্টেবল কাউসার। এ সময় তারা দুজন দূতাবাসের পাশে থাকা পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার কিছুক্ষণ আগে কনস্টেবল মনিরুল ও কাউসারের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মনিরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন কাউসার।
এছাড়া গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামের জাপান দূতাবাসের এক গাড়িচালক আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।