সুস্বাদু সাপের স্যুপ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

জুন ২৫, ২০২৪, ০৫:০৬ পিএম

সুস্বাদু সাপের স্যুপ রেসিপি

প্রতীকী ছবি

সাপের মাংস এমনিতেই মেদবিহীন৷ সেই মাংস দিয়ে তৈরি থিকথিকে স্যুপ খেতে কেমন লাগে, তা আমাদের অনেকেরই অজানা। তবে, বিশ্বের অন্যান্য দেশে যেমন হংকং, মেইনল্যান্ড ও চায়নাতে  খুবই জনপ্রিয় এই সাপের স্যুপ। এই মহার্ঘ স্যুপ খেলে নাকি শরীর গরম থাকে এবং অসুখবিসুখও কম হয়৷ সাপের পিত্ততেই নাকি তার সারা পুষ্টি, তাই বিভিন্ন প্রথাগত চীনা ঔষধিতে সাপের পিত্ত ব্যবহার করা হয়। 

সাপের স্যুপ তৈরি করবেন যেভাবে:

  • প্রথমে সাপের মাংসগুলো মোটা টুকরো করে কেটে নিতে হবে। 
  • এরপর মুরগি বা মাছের মও বা অ্যাবালোনসহ ঝোলের মত তৈরি করে নিতে হবে। 
  • পরে ঝোলের মধ্যে স্ট্রিপগুলি রান্না করতে হবে। 
  • স্বাদ যোগ করতে এবং সাপের মাংসের উটকো গন্ধ কাটাতে, কালো মাশরুম, আদা এবং ম্যান্ডারিনের খোসা যোগ করতে পারেন। 
  • এছাড়া স্বাদ বাড়াতে বিভিন্ন ধরনের সস‍‍`ও ব্যবহার করতে পারেন। 
  • সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সাপের স্যুপ।

সাপের স্যুপের উৎপত্তি চীনের গুয়াংডং প্রদেশে। একটা সময় এটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য পরিবেশন করা হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, এর উপকারিতা এটিকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

Link copied!