কেমন হবে 'ভালোবাসা দিবসের’ পোষাক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০২:০৮ পিএম

কেমন হবে 'ভালোবাসা দিবসের’ পোষাক

যে কোনও অনুষ্ঠানের জন্য সঠিক পোষাক নির্বাচন খুবই গুরত্বপূর্ণ। স্থান ও অবস্থান বিশেষে সঠিক পোষাক নির্বাচন করতে না পারলে তা ব্যক্তিত্বকে প্রভাবিত করে। সপ্তাহ জুড়ে সেলিব্রেশন এবং অপেক্ষার পর আজ বহুল প্রতিক্ষিত 'ভালোবাসা দিবস'। আর তাই দিনটিকে আরও মোহময়ী করতে আজকের এই আয়োজন।

সঙ্গীকে নিয়ে সারাদিনের প্ল্যান নিশ্চয়ই ইতিমধ্যেই রেডি? কোথায় যাবেন, কী খাবেন, সব ভেবে রেখেছেন। কিন্তু এই বিশেষ দিনে কী পরবেন, সেটা কি ঠিক করেছেন? না করে থাকলে চটজলদি দেখে নিন, কী পরবেন ভালোবাসা দিবসে -

১. লাল পোষাক: ভালবাসার সঙ্গে লাল রঙের সম্পর্ক চিরন্তন, তাই এ দিন লাল রঙের পোষাক পরুন। লাল রং পছন্দ না হলে লালের ছোঁয়া আছে এমন পোষাক পরার চেষ্টা করুন।

২. গাউন :ভালবাসা দিবসের পোষাকের তালিকায় রাখুন গাউন। লাল রঙের লং গাউন আপনাকে একটি রাজকীয় লুক দেবে। স্লিভ লেস বা ভি নেক বিভিন্ন ধরনের গাউন ট্রাই করতেই পারেন।

৩. বডি কন ড্রেস: এই পোষাক মূলত ' স্ট্রেচি মেটেরিয়াল ' দিয়ে তৈরি হয়। তাই সহজেই সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধরনের পোষাক। হাতাবিহীন অথবা ফুল হাতা, হাঁটু পর্যন্ত হয়ে থাকে এই বডি কন ড্রেস। সারাদিনের প্ল্যান থাকলে এক রঙা বা হালকা নকশার পোষাক বেছে নিন। সন্ধ্যার অনুষ্ঠানের জন্য পড়তে পারেন সিকুইন-এর কাজ করা পোষাক।

৪. শাড়ি :`শাড়ির প্রতি নারীর ভালবাসা চিরদিনের'। অনেক নারী বিশেষ দিনে শাড়ি পরতেই পছন্দ করেন।ভালোবাসা দিবসে তারা ট্রাই করতে পারেন শিফন, জর্জেট বা হান্ডলুমের হালকা শাড়ি। এটা আরামদায়ক এবং সহজেই ক্যারি করা যায়।

৫. টপ বা কুর্তি : যারা শাড়ি বা গাউন কোনওটাই পরতে চাইছেন না, তাদের জন্য রইল টপ বা কুর্তির অপশন। জিন্স বা জেগিন্সের সঙ্গে লং কুর্তি বা টপ ট্রাই করুন, সঙ্গে হালকা মেকআপ।

৬.  এছাড়াও জিন্স এর সঙ্গে পরতে পারেন লং শ্রাগ বা হালকা পুল ওভার ।

তথ্যসূত্র: আনন্দবাজার

Link copied!