মির্জা ফখরুল বললেন

আদিলুর ও নাসিরের ফরমায়েশি রায়ে প্রমাণিত হয় সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৬:১২ পিএম

আদিলুর ও নাসিরের ফরমায়েশি রায়ে প্রমাণিত হয় সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আর এ জন্যই তারা বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় দেয়া ফরমায়েশি রায়ে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।”

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অবিলম্বে দুই মানবাধিকার কর্মীর মুক্তি দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন যখন মানুষের অধিকার নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন এবং যখন তাদের এই কাজ বাংলাদেশের মানুষের মনে ইতিবাচক ভূমিকা রাখছে ঠিক তখনই তাদের বানোয়াট মামলায় দু’বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হলো। আদিলুর রহমান এবং এ এস এম নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছেন এবং সরকারের মানবাধিকার হরণের ঘটনাগুলোকে দেশে-বিদেশে তুলে ধরে জনগণের পক্ষে কাজ করছেন। এ ধরনের মামলা নিঃসন্দেহে একটি অলীক কাহিনী।’’

তিনি বলেন, “জনগণ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। যত চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ আর ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দেবে না। সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে জনগণ।”

Link copied!