ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৩, ০৪:২৫ এএম

ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

বিদেশগামী বাংলাদেশিরা এখন থেকে ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

বুধবার দুপুরে রাজধানী ঢাকায় সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চার দিন।

এর আগে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।

সৌদী কর্তৃপক্ষ কয়েকটি বিষয় প্রস্তাব করে:

১। সৌদির ওমরাহ ভিসায় গিয়ে যেকোন শহরে ভ্রমন করতে পারবে বাংলাদেশীরা।
২। সৌদিতে ওমরাহ করতে যাওয়ার মেয়াদ ছিলো ৩০ দিন যা বাড়িয়ে ৯০ দিন করার ঘষোণা দেয় সৌদি কর্তৃপক্ষ।
৩। বাংলাদেশ থেকে কেউ যেকোন দেশে ভ্রমণ করার সময় সৌদী আরবে যে ট্রানজিট হয় তা সর্বচ্চো চার দিনের নিতে পারবে, মদিনা ছাড়া যেকোন শহরে ট্রানজিট নিলে ভ্রমন করা যাবে।
৪। মহিলারা ধর্মীয়ভাবে বৈধ অভিভাবক ছাড়াও হজ্ব বা ওমরাহ পালন করতে পারবে।

বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিগুলো ছিল:

১। বাংলাদেশের হাজিদের জন্য মিনা ও মুজদালিফায় অবস্থানের সময় পানি ও বিদ্যুৎ - এর নির্বিচ্ছিন সংযোগ চালু রাখা। 
২। মুজদালিফায় পাথর নিক্ষেপের আগে হাজিদের তাবুতে বিশ্রাম নেওয়ার সুযোগে করে দেওয়া 
৩। বাংলাদেশের হাজিদের এই বছরের ১ লাখ ২৭ হাজার- এর যে কোটা ছিলো তা বাড়ানো

Link copied!