টিকিট বিক্রি করলেও বগি ‘নিখোঁজ’!

জাতীয় ডেস্ক

এপ্রিল ১২, ২০২৪, ০৪:৪৬ পিএম

টিকিট বিক্রি করলেও বগি ‘নিখোঁজ’!

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখসহ হাতে আরও কিছুদিন ছুটি অবশিষ্ট থাকায় ঈদের দ্বিতীয় দিনেও অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন। ভিড় জমিয়েছেন কমলাপুর রেল স্টেশনে। কিন্তু ঈদের পরদিন বাড়ি ফিরতে চাওয়া এসব যাত্রী টিকিট কিনে অপেক্ষা করেও পাচ্ছেন না বগি। বাড়ি যাওয়া নিয়ে রেল স্টেশনে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। সেই সঙ্গে যাত্রীদের ভোগান্তি ও উদ্বেগ অতিমাত্রায় বেড়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে এই চিত্র দেখা যায়। স্থানীয় যাত্রীরা জানান, ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতে এবং নানা কারণে যারা বাড়ি ফিরতে পারেননি, তারা ভিড় জমিয়েছেন কমলাপুর রেল স্টেশনে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করা যাত্রীরা হৈ-হুল্লোড় করছেন।

কারণ জানতে চাইলে টিকিট কাটা এক যাত্রী ক্ষোভ প্রকাশ বলেন, ‌‘জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বেলা সোয়া ১১টায় ছাড়ার কথা, এখন পৌনে ১২টা বাজে। কর্তৃপক্ষ জানেই না ট্রেনে কম্পার্টমেন্ট লাগানো হয়নি। এখন তারা কম্পার্টমেন্ট লাগানোর উদ্যোগ নিয়েছে। এটা কী পরিমাণ দায়িত্বহীনতা হতে পারে তা ভাবাই যায় না।’

বগি কেন ছিল না- এমন প্রশ্নের জবাবে এর চালক বলেন, ‘কেন ছিল না তা তো বলতে পারবো না। বগি লাগানো হয়েছে, এখন যাবে।’

Link copied!