রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৩, ০৪:৪২ পিএম

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে দেশ জুড়ে তিন দিনের অবরোধ চলছে। আজ অবরোধের প্রথম দিন। অবরোধ শেষ হবে বৃহস্পতিবার।

Link copied!