বিদেশে যেতে আদালতের অনুমতি লাগবে ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৬:৩৯ পিএম

বিদেশে যেতে আদালতের অনুমতি লাগবে ড. ইউনূসের

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

মামলা চলাকালীন অবস্থায় বিদেশ যেতে হলে ড. মুহাম্মদ ইউনূসকে আগে আদালতকে অবগত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসকে দেওয়া শ্রম আদালতের সাজা পুনঃবহাল রেখে এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গতকাল ৪ ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এ বিষয়ে অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালের অনুমতি লাগবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। পরে ড. ইউনূসের আবেদনের প্রেক্ষিতে এই সাজা স্থগিত করে ৩রা মার্চ পর্যন্ত চার অভিযুক্তকে জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এই সাজা স্থগিতের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা আবেদনের প্রেক্ষিতে তা পুনর্বহাল করা হলো। আপিল নিষ্পত্তি হওয়ার আগে বিদেশে যেতে চাইলে আদালতকে জানাতে হবে অভিযুক্তদের, তবে তাদের জামিন বহাল থাকবে।

Link copied!