এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতার আশঙ্কা

জাতীয় ডেস্ক

মে ২৬, ২০২৪, ০৪:৫৮ পিএম

এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতার আশঙ্কা

আনোয়ারুল আজিম আনার

এমপি আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান এখনও পাওয়া যায়নি। এদিকে মরদেহের সন্ধান না পাওয়ায় সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কলকাতায় একটি ফ্ল্যাটে নৃশংস ও বীভৎসভাবে খুন হওয়ার পর জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কথা আছে। এরপর ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনেরও (ইসি) নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে। এছাড়া তার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাব পরিচালনার জন্যও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জরুরি।

গত ২২ মে আনোয়ারুলের মৃত্যুর খবর জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনে টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস (ডরিন) ঢাকায় ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ করেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে আনোয়ারুলকে খুন করা হয়। সবশেষ খবর অনুযায়ী তার মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ। এর মধ্যে ১২ দিন পেরিয়ে গেলেও মরদেহ পাওয়া যায়নি।

Link copied!