সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বিজিবি সদস্যের যাবজ্জীবন

জাতীয় ডেস্ক

জুন ২৭, ২০২৪, ০৭:২২ পিএম

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বিজিবি সদস্যের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

ফরিদপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিজিবির এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।

সাবেক বিজিবি সদস্যের নাম হারুনার রশিদ ওরফে মাসুদ রানা (৪০)। তার বাবা সিরাজগঞ্জের কামারখন্দের খামারবড়ধুল গ্রামের আবদুল্লাহ আল মাহমুদ।

রায়ে বলা হয়েছে, ধর্ষণের শিকার হওয়া শিক্ষার্থী তারই সৎ মেয়ে। কারাদণ্ডের পাশাপাশি হারুনার রশিদ ওরফে মাসুদ রানাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১ বছর কারাভোগ করতে হবে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালে জানুয়ারিতে রশিদ তার স্ত্রীর প্রথম সংসারের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এ ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেন ওই আসামি।

ওই শিক্ষার্থীর মা মামলার এজাহারে উল্লেখ করেন, “আমার মেয়ে রশিদের ভয়ে চুপ করে থাকে। পরবর্তীতে ২০২০ সালের ২৯ জানুয়ারি রশিদ আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে মোটরসাইকেল যোগে ঢাকায় এক বাসায় এনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরদিন ৩০ জানুয়ারি আমার মেয়েকে নিয়ে এলে আমার মেয়ের শরীরের নানা জায়গায় জখম দেখতে পাই। পরে আমি গ্রামের স্থানীয়দের সহযোগিতায় রশিদকে পুলিশে সোপর্দ করা হয়।”

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’র ৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় রশিদকে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

Link copied!