বিশ্বের লাস্যময়ী ১০ নারী রাজনীতিবিদ

উম্মেহানি আইরিন

জুন ২৭, ২০২৪, ০৬:৫৯ পিএম

লাস্যময়ী, লাবণ্যময়ী, কিংবা আকর্ষণীয়। এই গুণাবলী কিংবা বিশেষণগুলো মডেল বা নায়িকাদের ক্ষেত্রে হরহামেশাই আমরা শুনতে পাই। কিন্তু রাজনীতিতেও রয়েছে এমন লাস্যময়ী ও আকর্ষণীয় নারী রাজনীতিবিদ। তাদের কাজে যেমন চমক মেলে তেমনি রুপের চমকও নেহায়েত কম নয়। নানা প্রতিকূলতার কাটিয়ে সময়ের প্রয়োজনে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এই নারীরাও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকে আমরা জানতে চলেছি, বিশ্বের ১০ জন লাস্যময়ী নারী রাজনীতিবিদের কথা। চলুন জেনে আসা যাক-

কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ

কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ
কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ ক্রোয়েশিয়ার চতুর্থ এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি। ২০১৭ সালের ফোবর্স ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিশ্বের ৩৯তম ক্ষমতাধর ব্যক্তি তিনি। সমুদ্রে বিকিনি পরা ছবি পোস্ট করে মাঝেমধ্যেই ইন্টারনেটে জড় তোলেন  এই আকর্ষণীয়, হট ও গ্ল্যামারাস রাজনীতিবিদ। ৪৬ বছর বয়সে রাষ্ট্রপতি পদ গ্রহণকারী সর্বকনিষ্ঠ ব্যক্তিও হয়েছিলেন কোলিন্দা।

নাজাত ভাল্লাউদ-বেলকাসেম

নাজাত ভাল্লাউদ-বেলকাসেম
ফরাসি সমাজতান্ত্রিক রাজনীতিবিদ নাজাত বিশ্বের লাস্যময়ী নারী রাজনীতিবিদদের তালিকায় শীর্ষে। মরক্কোর বংশোদ্ভূত নাজাত প্রথম ও সর্বকনিষ্ঠ ফরাসী শিক্ষামন্ত্রী ছিলেন। এ ছাড়া, তিনি নারী অধিকার, নগর বিষয়ক এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইভা কাইলি

ইভা কাইলি
সাবেক টিভি সংবাদ উপস্থাপক ইভা কাইলি একজন গ্রিক রাজনীতিবিদ। ২০১৪ সাল থেকে যিনি ইউরোপীয় পার্লামেন্টের  সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এই রাজনীতিবদকে।

আলিনা কাবায়েভা। পাশে ইনসেটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আলিনা কাবায়েভা
আলিনা কাবায়েভা আকর্ষণীয় রুশ নারী রাজনীতিবিদ। রুশ এই সুন্দরী ছিলেন সবচেয়ে সফল জিমন্যাস্ট। তার ঝুলিতে রয়েছে  দুটি অলিম্পিক পদক, ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক এবং ২৫টি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক।

মারিয়া কারফাগনা

মারিয়া কারফাগনা
মারিয়া কারফাগনা একজন ইতালীয় রাজনীতিবিদ, সাবেক শোগার্ল ও মডেল। কারফ্যাগনাকে ‌‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মন্ত্রী’ হিসেবে মনোনীত করা হয়েছিল। এ ছাড়া ম্যাক্সিমের তালিকা অনুযায়ী বিশ্বের হটেস্ট পলিটেশিয়ান্সের তালিকায় ১ নম্বরে রয়েছেন তিনি।

অ্যাঞ্জেলা গেরেকো

অ্যাঞ্জেলা গেরেকো 
অ্যাঞ্জেলা গেরেকো একজন গ্রিক অভিনেত্রী ও রাজনীতিবিদ। গ্রিক সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং হেলেন পার্লামেন্টের এমপি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এলিজাবেথ হেলগেলিয়েন
এলিজাবেথ হেলগেলিয়েন একজন মার্কিন রাজনীতিবিদ। নেভাদা সিনেটের একজন রিপাবলিকান সদস্য ছিলেন তিনি। এলিজাবেথ ছিলেন আইনসভায় নির্বাচিত হওয়া সর্বকনিষ্ঠ নারী।

নিকিতা ক্ল্যাস্ট্রুপ
নিকিতা ক্ল্যাস্ট্রুপ একজন ডেনিশ রাজনীতিবিদ। এখন তিনি লিবারেল অ্যালায়েন্সের সদস্য। রাজনীতির পাশাপাশি, ক্ল্যাস্ট্রুপ ফ্যাশন মডেল ও রিয়েলিটি স্টার হিসেবে কাজ করেছেন।

অরলি লেভি
অরলি লেভি একজন ইসরায়েলি রাজনীতিবিদ। এখন নেসেটের একজন স্বাধীন সদস্য হিসেবে কাজ করছেন। লিকুদ ইসরায়েল বেইতিনুর নেসেটের সদস্য ছিলেন তিনি। রাজনীতিতে আসার আগে লেভি মডেল ও টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করতেন।

তোয়ারিয়াসা ফেরিস
তোয়ারিয়াসা ফেরিস সাবেক একজন আইরিশ রাজনীতিবিদ। যিনি ট্রেলির জন্য কেরি কাউন্টি কাউন্সিলর হিসাবে কাজ করেছেন।

Link copied!