লালবাগে কেমিক্যাল কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৮:৩৮ পিএম

লালবাগে কেমিক্যাল কারখানায় আগুন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর লালবাগে ডস কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায় ১টা ৪৫ মিনিটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট।

পুরান ঢাকার লালবাগের ১নং আতশখানা লেনের ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পানি সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। নিজস্ব পানি শেষ হয়ে যাওয়ায় বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করছেন ফায়ার কর্মীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে এসেছেন। আশপাশের বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় জানালা ভেঙে পানি দিচ্ছে দমকল বাহিনী। আগুন যেন আশপাশে ছড়িয়ে পড়তে না পারে সে চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

ভবনটির নিচ তলায় দোকান, দ্বিতীয় তলায় ক্যামিকেলের গোডাউন, তৃতীয় তলায় কিছু অংশে আবাসিক। ইতিমধ্যে নিরাপদে বাসিন্দাদের সরানো হয়েছে।

আগুন লাগার পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনটিতে ক্যামিকেল ছিল। সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে।

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied!