ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণ, যা বলল বেবিচক

জাতীয় ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৪, ০৫:৩০ পিএম

ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণ, যা বলল বেবিচক

সম্প্রতি ইসরায়েলের তেল আবিব থেকে একটি ফ্লাইট সরাসরি ঢাকায় অবতরণ করেছে। এর কারণ নিয়ে নানা মহলে উঠেছে নানান প্রশ্ন, সংশয়। অনেকে ভাবতে শুরু করেছেন, বাংলাদেশ কি ইসরায়েলকে স্বীকৃতি দিলো কিনা। পাশাপাশি ইহুদিবাদী দেশটির সঙ্গে নতুন কোনো চুক্তি হলো কিনা সেটা নিয়েও প্রশ্ন আর সমালোচনা লাগামছাড়া হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় হঠাৎ ইসরায়েলি বিমান অবতরণের কারণ জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৩ এপ্রিল) বেবিচকের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শিয়ে বলা হয়েছে, ‘ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়’ শিরোনামে বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণে ও সামাজিক মাধ্যমে প্রকাশিত খবরের প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। দেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গত ৭ এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে সন্ধ্যা সাতটা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে ও কার্গো নিয়ে রাত ১১টা ৫৫ ঘটিকায় ঢাকা থেকে উড্ডয়ন করে এবং অন্যটি গত ১১ এপ্রিল রাতে ঢাকায় অবতরণ ও মধ্যরাত সাড়ে ১২টায় কার্গো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি বিমানই যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের।’

এতে আরও বলা হয়, ‌‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গেছে। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের কোনো ঘটনা ঘটেনি।’

Link copied!