কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৪, ০২:৪৫ পিএম

কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া শুরু

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসির নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মোতাকাব্বীর আহমেদ।

তিনি বলেন, বাজার সরানোর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বাজারের ঝুঁকিপূর্ণ ভবনে থাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর আঞ্চলিক কার্যালয় স্থানান্তর কাজ শুরু হয়। এর মাধ্যমে কারওয়ান বাজার সরানোর কার্যক্রম শুরু হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ঈদের পর পুরোপুরি বাজার গাবতলীতে স্থানান্তর করার পর সেখানে বিজনেস হাব নির্মাণ করা হবে।

তবে এই সিদ্ধান্তে স্থানীয়রা সাধুবাদ জানালেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভবিষ্যতে এখানে ‘বিজনেস হাব’ তৈরি করা হবে বলেও জানিয়েছে সিটি করপোরেশন। বর্তমানে কারওয়ান বাজারে ১৮০টি স্থায়ী দোকান এবং ১৭৩টি অস্থায়ী দোকান রয়েছে।

Link copied!