মহাখালীতে আগুন: খাজা টাওয়ার থেকে ৫ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ০৩:০৯ এএম

মহাখালীতে আগুন: খাজা টাওয়ার থেকে ৫ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৭২ জন সদস্য কাজ করছেন।

ভেতরে আটকা থাকা মানুষদের স্বজনেরা উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছেন। স্বজনদের কেউ কেউ বলছেন, এক ঘণ্টা আগেও অনেকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা গেলেও এখন তাদের মোবাইলে পাওয়া যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

আগুনের কারণে গুলশান-মহাখালী সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গুলশানগামী যানবাহন মহাখালী অংশে এবং মহাখালীর দিকে যাওয়া যানবাহন তিতুমীর কলেজ অংশে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে উৎসুক মানুষের প্রচণ্ড ভিড়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা ৫৮ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পেয়েছেন। পরে বিকেল ৫টা ৭ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।

Link copied!