এমপি আনার হত্যা: মূল পরিকল্পনাকারী শাহীনের দুটি গাড়ি জব্দ

জাতীয় ডেস্ক

জুন ১১, ২০২৪, ০২:৩০ পিএম

এমপি আনার হত্যা: মূল পরিকল্পনাকারী শাহীনের দুটি গাড়ি জব্দ

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান শাহীনের দুটি গাড়ি জব্দ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা। এর মধ্যে একটি সাদা রঙের প্রাডো মডেলের গাড়ি ও অন্যটি মাইক্রোবাস।

শনিবার (৮ জুন) রাজধানীর গুলশানে শাহীনের ভাড়া বাসার গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শনিবার বিকেলে ডিবির একটি দল গুলশানে আক্তারুজ্জামানের ভাড়া বাসায় অভিযান চালায়। পরে বাসার নিচতলার গ্যারেজে থাকা আক্তারুজ্জামানের সাদা রঙের প্রাডো গাড়ি জব্দ করা হয়। একই গ্যারেজ থেকে সাদা রঙের আরেকটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

গত ১৩ মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম। গতকাল সোমবার কলকাতায় আনোয়ারুল আজিম হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া চারজনের ফোনের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

Link copied!