বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ড

চিকিৎসাধীন রোগীদের কেউ শঙ্কামুক্ত না - স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৪, ১১:১৪ এএম

চিকিৎসাধীন রোগীদের কেউ শঙ্কামুক্ত না - স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ (শুক্রবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইউনিটে ৪৫ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মোট ৪৬ জন এই দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে ১০ জন এবং ঢাকা মেডিকেল হাসপাতালে ২ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন।

তিনি বলেন ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থায় তৈরি হয়েছিল। এই অবস্থায় সেখানে অতিরিক্ত ধোঁয়া ও তাপের কারণে কেউই শ্বাস নিতে পারছিলেন না। যতজন মারা গিয়েছেন, সবাই শ্বাসনালি পুড়ে মারা গিয়েছে।’ এসময় তিনি ঘোষণা দেন, আহত সবার চিকিৎসার খরচ বহন করবে সরকার।

আরও পড়ুন:গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে: ফায়ার সার্ভিস

সাংবাদিকদের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী সকলকে হাসপাতলে অযথা ভীড় না করার জন্য আহবান জানান।

জানা যায়, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটি সাত তলা বিশিষ্ট। যার নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। নিচতলায় একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয়। দ্বিতীয় তলা থেকে শুরু করে ওপরের দিকে কাচ্চি ভাই,  ক্যাফে ফেমাস সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিলো। ধারণা করা হচ্ছে, নিচতলা থেকেই আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন:‘গ্রিন কোজি কটেজের’ সব তলাতেই ছিল গ্যাস সিলিন্ডার; এমনকি সিঁড়িতেও 

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। নিচতলায় লাগা আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনে আটকে পড়ে অনেক মানুষ। আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যায়। ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকা পড়ে।

ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় রাত ১১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন:মরদেহ পেতে হাসপাতালে স্বজনদের ভিড়

আরও পড়ুন:বিশেষ ‘২৯ ফেব্রুয়ারি’ হয়ে উঠলো বিষাদময়

আরও পড়ুন: বেইলিরোড অগ্নিকাণ্ড : দ্য রিপোর্টের সাবেক কর্মী তুষারের মৃত্যু

Link copied!